https://www.fapjunk.com https://fapmeister.com
আটঘরিয়ায় জিন্নাহ, হাসেম, আলম ও আন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন | Pruas News

আটঘরিয়ায় জিন্নাহ, হাসেম, আলম ও আন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

ইব্রাহীম খলীল, পাবনা জেলা প্রতিনিধিঃ

পাবনার আটঘরিয়া চাঁদভা ইউনিয়ন পরিষদের আয়োজনে”জিন্নাহ, হাসেম, আলম ও আন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘের সহযোগিতায় শনিবার (১২ নভেম্বর) বিকালে সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন পাবনা-৪, (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল।

উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে রেফারির সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে সিরাজগঞ্জ সবুজ সংঘ ফুটবল একাদশ হটি কামরুল ৫-৩ গোলে চিকনাই ফুটবল একাদশ মুলগ্রাম চাটমোহরকে পরাজিত করেন।

উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি আফসিন ডোসার, তার সহযোগী রেফারি ছিলেন বদিউজ্জামাল বেনু ও আনিসুর রহমান আনিস। উক্ত নকআউট পর্বে মোট আটটি দল মুখোমুখি করবেন।

প্রতি খেলায় বিদেশি খেলোয়াড় বাধ্যতামুলক থাকতে হবে বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে। খেলায় চাঁদভা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ সহ প্রচুর দর্শকের সমাগম হয়।

আরও পড়ুন

Wednesday, November 29, 2023

সর্বশেষ