Shadow

আটঘরিয়া পৌরসভায় নৌকার মনোনয়ন চান ৫ জন

পাবনা জেলা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া পৌরসভায় চতুর্থ ধাপে তফসিল ঘোষণা হয়েছে। এ পৌরসভায় ভোট গ্রহন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেতে মরিয়া ৫ জন প্রার্থী। মেয়রপদে ৬ প্রার্থী মরিয়া হয়ে দলীয় মনোনয়ন পেতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রেখে জোড় লবিং তদবির চালিয়ে যাচ্ছেন।
আটঘরিয়া পৌর মেয়র হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে রয়েছেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সিনিয়র সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হোসেন আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য আলী সুজা মিঠু, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হাজী জুয়েল।

 

এছাড়াও আটঘরিয়া উপজেলার ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪৬ জন। ২৩ ডিসেম্বর এ সকল ইউনিয়নে ভোট গ্রাহন অনুষ্ঠিত হবে।