Shadow

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতী পাওয়ায় ভোলায় আনন্দ শোভাযাত্রা

ভোলা প্রতিনিধি ॥ স্বল্পোন্নত দেশের গ্রুপ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনে সরকারের ঐতিহাসিক সার্ফল্য উপলক্ষ্যে ভোলায় জেলা প্রশাসন ও তথ্য অফিসের উদ্যোগে আনন্দ ও শোভা যাত্রা হয়েছে। এ উপলক্ষে ২২ মার্চ বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রশাসক এর কার্যালয় থেকে একটি বনার্ঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসক সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহমুদুর রহমান, জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম, জেলা পুলিশ সুপার মোক্তার হোসেন, কোস্ট গার্ড কমান্ডার মামুনুর রশিদ, জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার মৃধা মুজাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার আহসান কবির, সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা প্রেসক্লাবের আহবায়ক এম এ তাহের, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের সমাজ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামসহ সকল পেশাজীবি সংগঠন ও সরকারি-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক ও বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *