Shadow

এসএসসি-তে বরিশাল বোর্ডের শীর্ষে ভোলা

শরীফ হোসাইন, ভোলা ॥ গতবারের মতো এবারও এসএসসির ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হারে সবার শীর্ষে রয়েছে ভোলা। শুক্রবার (২৮ জুলাই) সাড়ে ১১টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, এ বছরে গড় পাসের হারে ভোলা জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাসের হার ৯১ দশমিক ০৪ শতাংশ। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা ঝালকাঠি জেলায় পাসের হার ৯১ দশমিক ০১ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা বরিশাল জেলায় পাসের হার ৯০ দশমিক ৮৩ শতাংশ। এরপর চতুর্থ অবস্থানে থাকা পিরোজপুর জেলায় ৮৯ দশমিক ৩১ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা বরগুনা জেলায় ৮৯ দশমিক ১৮ শতাংশ ও ষষ্ঠ অবস্থানে থাকা পটুয়াখালী জেলায় পাসের হার ৮৯ দশমিক ০৫ শতাংশ।