Shadow

গোদাগাড়ীতে বিজিবির উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ।

গোদাগাড়ী(রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব প্রতিরোধে রাজশাহীর গোদাগাড়ীতে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটেলিয়ান এর উদ্যোগে ৩০০ গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১২ টায় গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ( বিপিএম,জি) প্রধান অতিথি থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ দুস্থদের মাঝে তুলে দেন।

এই সময় উপস্থিত ছিলেন, ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান খান ( পিএসসি) । এছাড়াও বিজিবির গোদাগাড়ী কোম্পানী কমান্ডারসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, করোনার ক্রান্তিলগ্নে আমাদের ও সকল বিত্তবান ব্যাক্তিদের দেশের সকল অসহায় ও দরিদ্র পরিবারগুলো পাশে এসে দাঁড়ানোর । আমাদের এই ত্রাণ বিতরণ দেখে যাতে অন্যনারও উৎসাহিত হয় তাই এমন আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *