Shadow

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনারোধে মতবিনিময় সভা

মো. মিজানুর রহমান মিজান, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে সম্প্রতি সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় এবং নিরাপদ সড়ক রক্ষার্থে চালকদের নিয়মনীতি নির্ধারণের লক্ষে গতকাল ১৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আর যেন কোন জীবন অকাতরে ঝড়ে না যায় তার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুলসহ নেতৃবৃন্দ, ট্রাক্টর মালিক সমিতির সভাপতি, চালক, শিক্ষক, শিক্ষার্থীসহ এবং এলাকার সুধিজন উপস্থিত ছিলেন ।