Shadow

জলঢাকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির শুভ সুচনা করা হয় মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহৎ শহীদ মিনার ও বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, জলঢাকা পৌরসভা, জলঢাকা প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর স্থানীয় শেখ রাশেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সারাদেশের সাথে একযোগে জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এ সময় উপজেলা পর্যায়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ পুলিশ বিভাগ, আনসার বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল হক, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী হারুন-অর রশীদ, কৃষি কর্মকর্তা শাহ মাহফুজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার ও মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। এ ছাড়া দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলার বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।