Shadow

জলঢাকার গোলমুন্ডা ফাজিল মাদ্রাসার উৎদোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা।

নীলফামারী প্রতিনিধি।l”উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূল মন্র” এই শ্লোগানকে সামনে রেখে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জলঢাকা গোলমুন্ডা ফাজিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে গোলমুন্ডা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অত্র মাদ্রাসায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। গোলমুন্ডা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃফইজুল ইসলামের  সভাপতিত্বে আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়নের উপর বক্তব্য রাখেন, গর্ভনিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান,ওই কলেজের অধ্যাপক আজিজ ইসলাম, প্রভাষক ওমর ফারুক,মফিজার রহমান,মশিউর রহমান প্রমুখ।উক্ত আনন্দ শোভাযাত্রায় মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, শিক্ষক,শিক্ষিকা,গর্ভনিং বডির সদস্যবৃন্দ,সহ সুশীল সমাজের ব্যাক্তি বর্গ উপস্হিত ছিলেন। অপরদিকে গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের আলোচনায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন,গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোঃ তোজাম্মেল হোসাইন ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ। আনন্দ শোভাযাত্রা ইউনিয়ন পরিষদের সেকেটারী সকল সদস্য(মেম্বার)সংরক্ষিত মহিলা সদস্য,গ্রাম পুলিশ (চৌকিদার) সকল সদস্যবৃন্দ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *