Shadow

জলঢাকায় বিশ্ব যক্ষা দিবস পালিত।

নীলফামারী প্রতিনিধি।l নেতৃত্ব চাই যক্ষা নির্মুলে– ইতিহাস গড়ি সবাই মিলে – এ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারী জলঢাকায় শনিবার পালিত হলো বিশ্ব যক্ষা দিবস। উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আয়োজনে ও জাতীয় যক্ষানিয়ন্ত্রন কর্মসুচী সহযোগী সংস্থা ব্র্যাকের সহযোগিতায় এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপেক্সে হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা সাস্থ্য পঃ পঃ কর্মকর্তা জেড এ ছিদ্দিকী, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন সহকারী কর্মকর্তা বাবুল হোসেন, ব্র্যাক ম্যানেজার রাজীব বসু, সহকারী হেল্থইন্সেপেক্টার রফিকুল ইসলাম, আছহাব আলী সহ ব্রাকের কর্মকর্তাবৃন্দ। বক্তারা, যক্ষা ও কুষ্ঠ রোগের উপর জন সচেনতা মুলক বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *