Shadow

তুমি শুধুই তুমি।

তুমি শুধুই তুমি
অজানা লেখক
তুমি শুনেছ কি কোকিলের গান?
শুনেছ কি তার মিষ্টি মধুর কন্ঠ?
আমি শুনেছি,
শুনেছি আমি কোকিলের গান,
তোমার ঐ মিষ্টি মধুর কন্ঠে।

ছুঁয়েছো কি কখনো মেঘ?
অনুভব করেছ কি তার নরম স্পর্শ?
আমি পেয়েছি,
পেয়েছি আমি নরম স্পর্শ,
তোমার ঐ তুলতুলে দু,গালের ছোঁয়াতে।

তুমি দেখেছ কি কখনো কালো রাত?
রাতের মিশমিশে কাল অন্ধকার?
আমি দেখেছি,
আমি দেখেছি কালো অন্ধকার,
তোমার ঐ বিষন্নতার মুখের ছাপে।

তুমি পেয়েছ কি ফুলের সৌরভ,
অনুভব করেছ কি ফুলের মিষ্টি গন্ধ?
আমি পেয়েছি,
পেয়েছি আমি ফুলের সৌরভ,
তোমার ঐ ভেজা চুলের গন্ধে।

আমি পেয়েছি সবই, দেখেছি সবই,
শুধু তোমার ই মাঝে।
আমার অনুভবে, শয়নে, স্বপনে,
প্রতিটি মুহূর্তে প্রতিটি স্পর্শে,
শুধুই তুমি শুধুই তুমি।