Shadow

প্রয়াস নিউজ এর বান্দরবান জেলা প্রতিনিধি চাইথোয়াইমং মারমা রৌদ্র

প্রয়াস নিউজ বার্তা ডেস্ক : বান্দরবন পাহাড়িয়া অঞ্চলে বসবাসরত উপজাতীয়দের উন্নয়নের রুপ- রেখা কৃষ্টি কালচার সংস্কৃতি জীব বৈচিত্র সমাজ বেবস্থা তুলে ধরতে প্রয়াস নিউজ এর বান্দরবান জেলা প্রতিনিধি হিসাবে কাজ করতে “ চাইথোয়াইমং মারমা রৌদ্র’  প্রয়াস পরিবারের সদস্য তালিকায় যুক্ত হওয়ায় প্রয়াস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্ধন ।