Shadow

ভোলায় এডুকেশন ওয়াচ সমীক্ষা উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

চীফ রিপোর্টার, ভোলা॥ ভোলায় এডুকেশন ওয়াচ সমীক্ষা-২৩ উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টায় সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
কর্মশালার উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (প্রশিক্ষণ, কমপ্লায়েন্স এন্ড এডভোকেসি) হুমায়ুন কবীর। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচী এন্ড লিগ্যাল) এডভোকেট বীথি ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ মাইনুদ্দিন আহমেদ, সংস্থার প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ। কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, এসএমসি কমিটির সদস্য, বিদ্যোৎসী, এনজিও প্রতিনিধি ও অভিভাবকগণ অংশ নেয়।