Shadow

ভোলার বিশিষ্ট বস্র ব্যবসায়ী  মৃতঃ শ্রী-ইন্দ্রভুষন মিন্টু দেবনাথের বাস ভবনে তার শোক সন্তক পরিবারের সাথে মাহাবুবুর রহমান হিরণ

ভোলা প্রতিনিধি : ভোলার বিশিষ্ট বস্র ব্যবসায়ী ও শ্রী শ্রী মদন মোহন শ্রী-জিওর ঠাকুর মন্দিরের উপদেষ্টা শ্রী ইন্দ্রভূষন মিন্টু দেবনাথ গত ৩০ জুলাই রবিবার রাত ১১ টার সময় পরলোক গমন করেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ বুধবার  দুপর ১২ টার সময়ে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জনতা ব্যাংকের পরিচালক, ভোলার কৃতি সন্তান মাহাবুবুর রহমান হিরণ মৃতঃ শ্রী-ইন্দ্রভুষন মিন্টু দেবনাথের বাস ভবনে তার শোক সন্তক পরিবারের সাথে দেখা করতে যান। সেখানে তিনি বেশ কিছক্ষণ সময় অবস্থান করেন। এসময় মৃতঃ শ্রী-ইন্দ্রভুষন মিন্টু দেবনাথের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মাহাবুবুর রহমান হিরণ । তিনি শোকাহত পরিবারের দুঃখ -সুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মাহাবুবুর রহমান হিরণ এর উপস্থিতি পেয়ে মৃতঃ ইন্দ্রভূষন মিন্টু দেবনাথের স্ত্রী কান্নায় ভেঙে পরেন এবং ছেলে সন্তান আবেগাপ্লুত হয়ে পরেন। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের  অবতারনা হয়।