Shadow

ভোলায় ১২ ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি ॥ ভোলা সদর উপজেলার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুম মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী।
শপথ গ্রহণ করেন ১নং রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী, ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম, ৫নং বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহামান বিপ্লব মোল্লা, ৬নং ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির, ৭নং শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, ৮নং আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ, ৯নং চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর, ১০নং ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টার, ১১নং ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল, ১২নং উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর এবং ১৩নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম), স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ রাজিব আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার সফিকুল ইসলাম, দৈনিক বাংলারকন্ঠ’র সম্পাদক এম হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। শপথ গ্রহণকৃত নব নির্বাচিত চেয়ারম্যানগণ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।