Shadow

ভোলায় ১ শিক্ষার্থী বহিস্কার ॥ অনুপস্থিত-২১৮

এম. শরীফ হোসাইন, ভোলা ॥ সারাদেশের ন্যায় ভোলাতেও চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (২১ নভেম্বর) সকালে ভূগোল ও পরিবেশ এবং দুপুরে ফিন্যান্স ও ব্যাংকিং। সকালের পরীক্ষায় ভোলার লালমোহন উপজেলায় এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
বোর্ড সুত্রে জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষায় ভোলায় সকালে অনুষ্ঠিত হয় ভূগোল ও পরিবেশ। এ পরীক্ষায় মোট ২৩ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৮০০৭ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ৭৮৩৯ জন। অনুপস্থিত ছিল ১৬৮ জন। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে অসুদুপায় অবলম্বন করার দায়ে লালমোহন উপজেলার গজারিয়া কেন্দ্র থেকে ১ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। অন্যদিকে দুপুরে ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় ২৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২৫৮৮ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ২৫৩৮ জন। অনুপস্থিত ছিল ৫০ জন। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্য এ তথ্য জানা গেছে।