Shadow

রামগতিতে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রামগতি উপজেলা প্রশাসনের আয়োজনে গত রোববার (১৩ আগষ্ট) সকাল ১০ টায় আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগীতায় তিনটি গ্রুপে অংশ গ্রহন করে। ক বিভাগ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী, খ বিভাগ ৯ম থেকে ১০ম শ্রণী এবং গ বিভাগে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষাথীরা এ তিনটি বিভাগে প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।
প্রতিযোগীতায় সভাপতি হিসেবে ছিলেন উপ কমিটির আহবায়ক ও সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, সহকারী শিক্ষা কর্মকর্তা কাউছার আহমেদ, সমবায় কর্মকর্তা এমএ শহিদ ভূঞা, শিল্পকলা একাডেমীর সদস্য সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন।
প্রতিযোগীতায় প্রতিটি ইভেন্টে ১ম,২য়,৩য় স্থান বিজয়ীদের উপজেলা প্রশাসনের পক্স থেকে পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়াও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *