Shadow

রামগতিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন l

রামগতি, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার ২৯ জুলাই দুপুরে পৌর আলেকজান্ডার বাজারে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বটতলা সংলগ্ন স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৩২ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করা হয়।
উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে অত্যন্ত আনন্দমূখর পরিবেশে ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন এমপি, উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বড়খেরী ইউনিয়ন চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ কমপ্লেক্সের অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হন।