https://www.fapjunk.com https://fapmeister.com
রামগতির আলেকজান্ডার ইউপিতে জনসংখ্যার চেয়ে ভোটার বেশী | Pruas News

রামগতির আলেকজান্ডার ইউপিতে জনসংখ্যার চেয়ে ভোটার বেশী

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার ইউনিয়নে বর্তমান মোট জনসংখ্যার চেয়ে ভোটার বেশী রয়েছে। এ ইউনিয়নে সরকারের সর্বশেষ জনশুমারী অনুযায়ী বর্তমানে মোট জনসংখ্যা ২৩৯১৯ জন। তার মধ্যে পুরুষ রয়েছে ১১৭৭৬ জন আর নারী রয়েছে ১২১৪০ জন এবং হিজড়া রয়েছে ৩জন। অথচ এ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৩০,১২৪ জন।
জানা যায়, মেঘনার ভয়াবহ ভাঙ্গনের ফলে এ ইউনিয়নের বেশীর ভাগ এলাকা নদীতে তলিয়ে গেছে। নদীভাঙ্গা লোকজন অন্যত্র গিয়ে বসতি গড়লেও তারা ভোটার স্থানান্তর করে নাই যার কারণে এমন বিপত্তি ঘটেছে।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যাণ কর্মকর্তা ইত্তেহাদুল ইসলাম জানান, মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গনের ফলে ইউনিয়নের ৫টি মৌজার মধ্যে ২টি নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে ৩টি মৌজা রয়েছে। বেশীরভাগ মানুষই নদী ভাঙ্গনের ফলে স্থানান্তরিত হয়ে অন্যথায় চলে গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, আলেকজ্ডাার ইউনিয়নের খসড়া ভোটার তালিকায় এ ভোটার রয়েছে। মানুষ স্থানান্তরিত হলেও ভোটার পরিবর্তন করেনি। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন বলেন, মেঘনা নদী ভাঙ্গনের ফলে মানুষ স্থানান্তরিত হয়ে এখন জনসংখ্যার চেয়ে ভোটার বেশী।

আরও পড়ুন

Wednesday, November 29, 2023

সর্বশেষ