Shadow

রোহিঙ্গা হত্যা বন্ধের দাবীতে ভোলায় হেফাজতের বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি ॥ মায়ানমার সরকার কর্তৃক রাখাইনের নিরীহ নারী-পুরুষ ও শিশুদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম ভোলা জেলা শাখা। ২২ সেপ্টেম্বর জুম্মার নামাযের পর দুপুরের দিকে শহরের হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি মহাজনপট্টি ও সদর রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে তারা এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।