Shadow

আটঘরিয়ার মাঠে মাঠে অপরুপ সোন্দর্যে ফুটে উঠেছে হলুদ সরিষা ফুল।

ইব্রাহীম খলীল, পাবনা প্রতিনিধি: নীল আকাশের নিচে বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে হলুদ সরিষা ফুল। সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক।

মধু সংগ্রহে ব্যস্ত মৌ মাছিরা। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। ফুলগুলোর তাদের কলি ভেদ করে সুভাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলা ভূমি।

সরোজমিনে আটঘরিয়ার সিংহরিয়া, জালালের ঢাল সংলগ্ন সড়কের পাশ দিয়ে চোখ মিলালেই দেখতে পাওয়া য়ায় নজর কাড়ানো এমন দৃশ্য। এছাড়াও আটঘরিয়া উপজেলার মাঠগুলো রঙ্গিন সাজে সেজে উঠেছে। সরিষা জমিতে গিয়ে দেখা যায়, ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠ জুড়ে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশুসহ বিনোদন প্রেমিরা। সরিষা মাঠ ঘুরে ঘুরে দেখছেন।কেউবা আবার মোবাইলফোনে সেলফি তুলছেন। একাধিক কৃষকের সঙ্গে বলে জানা যায়, এক সময় জেলায় ব্যাপক পরিমাণে সরিষার আবাদ হতো। সয়াবিনের ওপর নির্ভরতা বাড়ায় বর্তমানে অনেকটাই কমে গেছে সরিষার আবাদ। তবুও ধান চাষের পাশাপাশি ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সরিষার চাষ হয়ে থাকে।