Shadow

আটঘরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইব্রাহীম খলীল, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ/ ২০২২ ইং উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) দুপুরে আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেরুয়ান গ্রামের মৎস্য চাষি আমজাদ হোসেন, লক্ষীপুর এলাকার মৎস্য জীবি বিমল হলদার প্রমুখ।

উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার সহ সাংবাদিক,মৎস্য চাষি, মৎস্য জীবি সহ অনেকেই। পরে তিনজন মৎস্য চাষিদের মাঝে ক্রস প্রদান করা হয়। এর আগে র্্যালী শেষে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অরজিত কুমার বর্সাক।