Shadow

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে ভোলায় ৫ নারীকে সম্মাননা প্রদান

ভোলা প্রতিনিধি ॥ “সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন” এ স্লোগান বাস্তবায়নের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে ভোলায় কোস্টট্রাস্টের আয়োজনে ভোলা প্রেসক্লাব চত্ত্বরে র‌্যালী, মানববন্ধন, স্মারক সম্মাননা গতকাল রোববার প্রদান করা হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোবাশ্বির উল্যাহর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্টট্রাস্ট জেলা টিম লিডার রাশিদা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, প্রেসক্লাব সহ-সভাপতি ওমর ফারুক, কোস্টট্রাস্ট টিম লিডার মিজানুর রহমান, কোস্টট্রাস্ট সিএফটি মনিটরিং অফিসার রাজীব ঘোষ।
সভায় বক্তারা নির্যাতিত নারীরা যাতে সুষ্ঠু বিচার পায় সেই লক্ষ্যে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না দেয়ার অনুরোধ জানান। মানববন্ধন শেষে গ্রামীণ নারী উন্নয়নে নেতৃত্বে দেয়ায় ৫ জন নারীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্তরা হলেন- লিটু রানী মজুমদার, মনোয়ারা বেগম, জোসনা বেগম, রুনা আক্তার ও রোকেয়া বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *