Shadow

কমলনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

কমলনগর, লক্ষ্মীপুর : – লক্ষ্মীপুরের কমলনগরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৫১তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় কমলনগর প্রেসক্লাব এর সামনে কমলনগর আওয়ামিলীগ সভাপতি জনাব নিজাম উদ্দিন সাহেবের সভাপতিত্তে এবং আওয়ামিলীগ সাধারন সম্পাদক এড: নুরুল আমিন রাজু সাহেবের সঞ্চালনায় বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময়ে তোরাবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সল আহম্মেদ রতন,২নং সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের,কৃষকলীগের সভাপতি হারুন, সাবেক ভাইস চেয়ারম্যান বিপি নুরনবিসহ জালা উপজেলার আওয়ামিলীগ অংগসংগঠনের নেতা কর্মিগন উপস্থিত ছিলেন।

কমলনগর উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক এড:নুরুল আমিন রাজু বলেন, পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।

এ সময় ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত লাখ লাখ মানুষ বঙ্গবন্ধুকে স্বতঃফুর্ত সংবর্ধনা দেয়। পরে ঐ দিন বিকেলে রেসকোর্স ময়দানে লাখো জনতার উদ্দেশ্যে ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
পরিশেষে কমলনগর উপজেলা আওয়ামিলীগ সভাপতি নিজাম উদ্দিন সকলকে আগামি নির্বাচনকে সামনে রেখে সবাইকে মাঠে থাকার দিক নির্দেশনা দিয়ে আলোচনার সমাপ্তি করেন।