Shadow

কানা মাছি ।

কানা মাছি
হাফিজা আকতার সাথী

তোমাকে ছারা আজ আমি বেশ ভালো আছি
সারাটা জীবন খেলেছো কানা মাছি,
কি এমন চেয়েছি,
তোমার মনে আছে বুকে কান পেতে শুনিয়েছি।
তোমাকে কতো ভালো বাসি হাজারো দিয়েছি,
প্রমান প্রতি নিওতো করেছ ফান পেম দহনে পুরে
দিএছো দেহ, মন প্রান,
আজো কি তোমার সাদ মেটেনি,
আর কি চাও, ভালো তো বাসনি,
নিজের হাতে এক পিয়ালা বিশ জদি দাও হাঁসি মুখে
করবো পান, চাও দজি ভালো বাসার দুয়ারে লুটাবো, সাদের প্রান,, বল আর কি চাও সবি তো দিলাম, কি আর আছে বাকি, যে দিন উরে জাবে অবহেলিতো এই প্রান পাখি। বলবে তোমার আখিঁ,
পাহারের বুক বিজিয়ে বলবে এসে ঝরনা তোমারি ছিলাম আমি পরনা,
দুংখ রোয়ে গেলো ভালো বাসার দামে
তোমাকে পেলাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *