Shadow

চিরিরবন্দরে উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিল কোন রকম ঘোষনা ছাড়াই সমাপ্ত

মো. মিজানুর রহমান মিজান, দিনাজপুর প্রতিনিধি: চিরিরবন্দরে ১০ বছর বা এক যুগ পর উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিল কোন রকম ঘোষনা ছাড়াই সমাপ্ত হয়েছে।
গত ১০ অক্টোবর সোমবার বেলা ৩ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। সম্মেলনটি উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ঈমাম চৌধুরী, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল প্রমূখ বক্তব্য রাখেন।
ত্রি বার্ষিক কাউন্সিলে কমিটি ভেঙ্গে দিয়ে ১ম অধিবেশন সমাপ্ত করে ২য় কাউন্সিল অধিবেশন না করে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা নেতৃবৃন্দ পরবর্তিতে ঘোষনা দেয়ার আশ্বাস দিয়ে রাত সাড়ে ৯ টায় চিরিরবন্দর ত্যাগ করেছে।