Shadow

ফণী মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

প্রয়াস নিউজ : ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোসাইটির জাতীয় সদর দপ্তর ও উপকূলবর্তী ১৯টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়াও তাৎক্ষণিক রেসপন্সের সুবিধার্থে শুক্র ও শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।
সোসাইটির ডিজিস্টার রেসপন্স বিভাগ জানায়, সোসাইটির জাতীয় সদর দপ্তরসহ (০২-৯৩৫৫৯৯৫) উপকূলীয় ১৯টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জাতীয় সদর দপ্তরসহ ইউনিট পর্যায়ে স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাদের প্রস্তুত রয়েছে। রেড ক্রিসেন্ট ও সিপিপি পরিচালিত উপকূলীয় জেলাগুলোর সব আশ্রয় কেন্দ্রকে প্রস্তুত করা হয়েছে। ৩টি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম, ৩টি মেডিকেল টিম, ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *