Shadow

বান্দরবানের সেনা জোনের উদ্যেগে ২০তম শান্তি চুক্তি বর্ষপূর্তি উদযাপন।

[চাইথোয়াইমং মারমা রুদ্র বান্দরবান জেলা প্রতিনিধি] বান্দরবানের সেনা জোনের উদ্যেগের ২০তম  শান্তিচুক্তি  বর্ষপূর্তি ২দিনব্যাপী উদযাপন করা হবে। রোজ শনিবার হতে শুরু রাজার মাঠ প্রাঙ্গণের বিভিন্ন রং বেরংঙের সাজানো হয়েছে।রবিবার সকাল দশ ঘটিকায় রাজার মাঠ প্রাঙ্গণের গরীব ও দু:খী রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে।তার পর ১০টি  স্কুলের শিক্ষার্থীর মোট ৩৫০ জন কে বিভিন্ন শিক্ষা সামগ্রিক বিনামূল্যে বিতরন করা হবে জানা গেছে।উক্ত শান্তিচুক্তি ২০তম বর্ষপূর্তি পালন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মো:যোবায়ের সালেহীন  ব্রিগেডিয়ার জেনারেল পিএসসি ৬৫ব্রিগেড,বিকালে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অায়োজন করা হবে।এতে অনুষ্ঠানের চট্রগ্রামের খ্যাত কন্ঠ শিল্পী পরিবেশন করবেন, হৈমন্তি রক্ষিত সবাই দর্শক মাঝে অানন্দ উপহার  দেবে।সুত্র জানা যায় অারো উপস্থিত থাকবেন,জনাব ক্যসাহলা চেয়ারম্যান পাবর্ত্য জেলা পরিষদ, জনাব,দিলীপ কুমার বণিক জেলা প্রশাসক,পুলিশ সুপার সনজিত কুমার রায়,মেয়র জনাব,ইসলাম বেবী, সিভিল সার্জন ডা:অংসুইপ্রু মারমা,জনাব,মো:কুদদুস উপজেলা চেয়ারম্যান,বেসরকারী ও সরকারী কর্মকর্তা,জেলা পরিষদ সদস্য,রাজনৈতিকবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক ইলেকট্রিক মেডিয়ারা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *