Shadow

রামগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরুর আগেই শেষ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের ডাকায় জালানী তৈল,খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি,বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা,গুম-খুনের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউপি ও পৌরসভার দলীয় নেতা-কর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি ব্যানারে সকাল ১০টা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা লেখা থাকলেও ভাদুরস্থ উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদের বাস ভবন চত্তরে সকাল ৭টা সমাবেশ শুরু হয়ে সকাল সাড়ে ৮টা শেষ হয়। বিভিন্ন ইউপি থেকে আগত নেতা-কর্মীরা নানা প্রতিকুলতার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়ে সমাবেশ শেষ দেখে ক্ষোভ প্রকাশ করে ফিরে যায়। দলীয় কয়েকজন নেতা বলেন,অদক্ষ ও অযোগ্য নেতৃত্বের কারনে পৌর শহরে সমাবেশ করতে পারে নাই। যেই ভাবেই হোক শহর থেকে ৭/৮ কিলোমিটার দুরে অজোপাড়া সভাপতির বাস ভবনে সমাবেশ করলেও নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পুর্বেই সমাবেশ শেষ করা হয়। এটা দলের জন্য খুবই  দুঃখজনক। উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারন সম্পাদক আব্দুর রহিম ভিপির এবং সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাহার ভিপির উপস্থাপনায় সমাবেশে সরকারকে হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সদস্য নিজান উদ্দিন ভুইয়া,ঢাকা মহানগর দক্ষিন বিএনপির যুগ্ন আহ্বায়ক হারুনুর রশিদ, পৌর বিএনপির আহবায়ক জাকির মোল্লাহ,উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদেওর চেয়ারম্যান মনির আহমেদ তফাদার প্রমুখ।