ভোলা প্রতিনিধি ॥ ভোলার দৌলতখানের মেঘনা নদীতে উপজেলা মৎস্য বিভাগ গত ২০দিনে ৭৬টি জাটকা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জাল সহ জাটকা ধরার অপরাধে ৭৭জন জেলেকে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। এসময় জাটকা ইলিশ জব্দ করা হয়েছে ৭ মেট্রিকটন। এসব জাটকা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, জাটকা বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল থেকে থানা পুলিশের একটি টিমসহ তিনি দৌলতখানের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে জাটকা ইলিশ সহ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেন। এসময় নদী থেকে অবৈধ খুটা জাল ধ্বংস করা হয়। অবৈধ কারেন্ট জালগুলো দৌলতখানের লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভোলার দৌলতখানে জাটকা ধরার অপরাধে ৭৭ জেলেকে জরিমানা
Saturday, May 21, 2022