ইব্রাহীম খলীল, পাবনা জেলা প্রতিনিধি।।প্রয়াস নিউজ: পাবনার জালালপুর নতুন পাড়ায় বাসের ধাক্কায় ইমদাদুল হক (২৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।গতকাল সোমবার রাত ১০:৩০মিনিটের সময় পাবনার জালালপুরে নিহত ইমদাদুলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি জালালপুর নতুন পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি পেশা হিসেবে নিজ এলাকায় তাঁতির কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইমদাদুল বাজারে চা পান করে বাসায় ফিরছিলেন। তার বাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী ট্রাকের ধাক্কায় আহত হওয়ার পর পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্ত্রি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে রোগীর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইমদাদ ১১ঃ১৫ মিঃ মারা যান। নিহতের পরিবার জানান, পাবনা হাইওয়ে পুলিশ ও পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানিয়রা জানান, ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Wednesday, May 18, 2022