রামগতি (ললক্ষীপুর ) প্রতিনিধি : মহামারী করোনাভাইরাসের প্রভাবে বাজার স্থিতিশীল রাখার জন্য রামগতিতে ভ্র্যাম্যমান আদালতের অভিযানে দ্রব্যমূল্য বেশী রাখার দায়ে কয়েক ব্যবসায়ীর অর্থদন্ড করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে পৌর আলেকজান্ডার বাজার আবদুল কাইউম এন্ড সন্স দোকানে অভিযান করে চাল ও পেয়াজের দাম অস্বাভাবিক নেয়ার কারণে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিন দোকান মলিক আবদুল কাইউম এর ১ লক্ষ টাকা ও চর আলগী ইউনিয়নের সুফির বাজার ১ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে চর চর গাজী ইউনিয়নের রামগতি বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস কয়েকটি দোকানে অভিযান চালিয়ে দ্রব্য ও পণ্যের দাম অস্বাভাবিক রাখার দায়ে কয়েকজন দোকানদারের জরিমানা করেন
রামগতিতে ভ্রাম্যমান আদালতের অভিযান।
Friday, May 20, 2022