এম. শরীফ হোসাইন, ভোলা ॥ ১৯৭১ সালের ২৫ শে মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী যে হামলা চালায় সেই দিনটিকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে বাঙ্গালী জাতী পালন করে আসছে। সেই উপলক্ষে ২৫ শে মার্চ সোমবার সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার আহসান কবির প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত l
Wednesday, May 18, 2022