রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে পুকুর খনন করতে গিয়ে কৌতুহলী একটি ধাতব পদার্থের সন্ধান পাওয়া গেছে।
শনিবার (৩ মার্চ) চর আলগী ইউনয়নের ৬ নং ওয়ার্ড চর আফজল গ্রামে চৌমুহনী বাজারের পাশে ছিদ্দিক মিয়ার বাড়ীর পাশে নতুন একটি পুকুর খনন করতে গিয়ে শ্রমিকরা মাটির ৫ ফুট নীচে জাহাজের উপর অংশের পাইপ সদৃশ ৬/৭ ফুট ব্যসের একটি লোহার পাইপ দেখতে পায়। মাটির আরো গভীরে গেলে বিশাল পাইপটি দৃশ্যমান হতে থাকে।
পাইপটি দেখে এলাকার নদীর পেশায় নিয়োজিতরা বলে এটা জাহাজের উপরের অংশ। এ খবর মূহুর্তের মধ্যে পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে একটি জাহাজ পাওয়া গেছে।
এতে করে বিভিন্ন এলাকা থেকে এ কয়দিনে কয়েক হাজার মানুষ কৌতুহলী লোহার পাইপ সদৃশ ধাতব পদার্থটি দেখতে এসেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জানান, ঘটনাস্থলে গিয়ে আমি দেখে এসেছি। আরো খনন না করলে এটা কি তা বোঝা যাবেনা। বিষয়টি আমি উর্ধতন মহলে জানিয়েছি।
রামগতিতে কৌতুহলী ধাতব পদার্থের সন্ধান
Saturday, June 25, 2022