মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপন, লক্ষ্মীপুর(কমলনগর) প্রতিনিধি :লক্ষ্মীপুরের কমলনগরে ১০৮০ বোতল এ্যালকোহলসহ মো. বাবুল (৪২) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত এ্যালকোহলের আনুমানিক মূল্য একলক্ষ ৮হাজার টাকা। গ্রেপ্তারকৃত বাবুল চরলরেন্স এলাকার ড. নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায় উপজেলার তোরাবগঞ্জ এলাকায় একটি দোকনে বিক্রির উদ্দেশ্যে বাবুল এ্যালকোহল মজুদ করছেন বলে গোপনে খবর পান তারা। পরে সকালে ওই দোকানে অভিযান দিলে ১০৮০ বোতল এ্যালকোহলসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কমলনগরে ১০৮০ বোতল এ্যালকোহল উদ্ধার:গ্রেফতার ১।
Thursday, May 12, 2022