বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন সহ সার্বিক কার্যক্রম বিবেচনায় জুন/২০১৮ মাসে ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত হন বোরহানউদ্দিন থানা ইন-চার্জ অসিম কুমার সিকদার। বুধবার সকালে তাকে মাসিক কল্যান সভায় ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন। এসময় পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এব্যাপারে বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ অসিম কুমার সিকদার পুলিশ সুপার সহ সকল অফিসার, ফোর্স ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, মাদক বিরোধী অভিযান সহ আইন বিরোধী যে কোন অপরাধে পুলিশ কঠোর হাতে দমন করছে এবং ভবিষৎতেও তা অব্যাহত থাকবে।
ভোলার শ্রেষ্ঠ অফিসার বোরহানউদ্দিন থানার ওসি অসিম কুমার সিকদার l
Saturday, June 25, 2022