লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি এলজি ও তিন রাউন্ড গুলিসহ মো. সাইদুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রামগঞ্জ উপজেলা পশ্চিম শোশালিয়া এলাকার শাহজাহানের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইদুল নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকার গোলাম কিবরিয়া মাষ্টারের ছেলে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, রাতে রামগঞ্জ থানা পুলিশের একটি টিম ডিউটি করছিল। এ সময় সন্ত্রাসী সাইদুল ইসলাম পশ্চিম শোশালিয়া এলাকার শাহজাহানের চায়ের দোকানের সামনে দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রয়াস নিউজ টি2