আমজাদ হোসেন আমু : লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট সরকারি উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. জাকির হোসেন। রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
রোববার (২২ সেপ্টেম্বর) ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ প্রজ্ঞাপন প্রকাশ করে।
প্রজ্ঞাপন থেকে জানা গেছে, লক্ষ্মীপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে হাজিরহাট সরকারি উপকূল ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অধ্যাপক মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বদলি/পদায়নকৃত চিঠি পেয়েছেন। অধ্যক্ষ পদে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগীতা প্রত্যাশা করছেন।
প্রসঙ্গত, গত বছর হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজকে সরকারি করে শিক্ষা মন্ত্রণালয়। কলেজ সরকারি হওয়ার পর অধ্যক্ষ পদ শূন্য হয়; এরপর থেকে ওই কলেজের অধ্যক্ষের দায়িত্বে ভারপাপ্ত হিসেবে প্রভাষক মো. লোকমান হোসেন পালন করেন।
প্রয়াস নিউজ /টি2