Shadow

আটঘরিয়া১৭০হেক্টর জমিতে আমের বাগান গাছে গাছে মুকুলের সমারোহ

ইব্রাহীম খলীল,পাবনা জেলা প্রতিনিধি: প্রকৃতিতে শীতের প্রকোপ এবার কিছুটা কম থাকায় বেশ আগে ভাগেই মুকুলে মুকুলে ছেয়ে গেছে গ্রামের আম বাগানগুলো। থোকা থোকা মুকুলের ভারে ঝুলে পড়েছে আম গাছের ডালপালা। পাবনার আটঘরিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৭০হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এসকল বাগানে বিভিন্ন জাতের আমের চাষ করা হয়। সোনালি হলুদ রঙের আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ।

 

মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসেছে মনের আনন্দে। এমন দৃশ্যের দেখা মিলেছে নাগদহ আলাল হোসেনের একটি আম গাছে। দৃশ্যটি যে কাউকেই কাছে টানবে। তবে বাগান মালিক ও ব্যবসায়ীরা ভালো ফলনের স্বপ্ন বুনছেন। গ্রামের সবচেয়ে বেশি আমের মুকুল দেখা যাচ্ছে এলাকার গাছগুলোতে। কোনো কোনো গাছে আমের মুকুল থেকে বেরিয়েছে ছোট ছোট আম গুটি। গাছে মুকুলের সঙ্গে গুটি আমের দেখাও মিলছে। বাগান মালিকরা আমের ভালো ফলন পেতে ছত্রাক নাশক প্রয়োগসহ বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এলাকার আম চাষিরা বলেন, আম বাগানে এবার আগে ভাগে মুকুল এসেছে। এখন আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছি। মনের আনন্দে মুকুলে বসেছে চড়ুই। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, আটঘরিয়ায় গাছে গাছে এখন প্রচুর আমের মুকুল। বাতাসে ভেসে বেড়াচ্ছে এর সুগন্ধ। শহর থেকে গ্রামগঞ্জ সর্বত্র।