ভোলা প্রতিনিধি ॥ ভোটার তালিকা পুর্নবিন্যাস না থাকায় ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ইউনিয়নের ভোটগ্রহণ বন্ধ থাকবে। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নের ভোট গ্রহণের কথা ছিল। সোমবার (০১ নভেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তৃতীয় ধাপে চরফ্যাশনের ৮টি ইউপি তে ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু একটি ইউপি (ঢালচর) ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাই সাতটি ইউপিতে ভোটগ্রহণ হবে। গত ২৮ অক্টোবর এ সংক্রান্ত একটি আদেশ আমরা হাতে পেয়েছি।
আলাউদ্দিন আল-মামুন আরও বলেন, ঢালচরের ভোটার তালিকা পুনবিন্যাস নতুন গ্যাজেট অনুযায়ী হয়নি। তাই ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি। এদিকে, হঠাৎ করেই ভোটগ্রহণ স্থগিত হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই হতাশায় পড়েছেন। এলাকায় নেই নির্বাচনী ভোটের আমেজ।
ভোলার চরফ্যাশনের ঢালচর ইউপি নির্বাচন স্থগিত
Friday, May 20, 2022