আজ বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে

 তথ্যপ্রযুক্তি ডেস্ক :  বাংলাদেশে আজ বুধবার আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। সূর্য উদয়ের সাথে সাথেই বাংলাদেশ থেকে এ সূর্যগ্রহণ শুরু হয়। ঢাকার স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্য উদয়ের পর থেকে শুরু হয়ে ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে গ্রহণ শেষ হয়। ঢাকায় সর্বোচ্চ গ্রহণ দেখা গেছে, সকাল ৬টা ৩৮ মিনিটে। আজকের পর বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত। আর ২১১৪ সালের ৩ জুনের আগে বাংলাদেশ থেকে কোনো পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না।
রাজধানীর কেন্দ্রীয় সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার গ্রীন মডেল টাউনে। কেন্দ্রীয় ক্যাম্পটির নেতৃত্ব দেন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো. শাহজাহান মৃধা। এছাড়া ঢাকার বাইরে অনুসন্ধিৎসু চক্রের উদ্যোগে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়, রাজশাহী ও ঝিনাইদহে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরছে, একইসাথে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। কিন্তু অমাবস্যার সময়, পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ একই সরল রেখায় আসলে সূর্য চাঁদের আড়ালে চলে যায় এবং চাঁদের ছায়া তখন পৃথিবীর বুকে ভ্রমণ করে। সেই ছায়ার কারনে মনে হয় সূর্য ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। ছায়ার কেন্দ্রে যেসব অঞ্চল পড়ে, সেখান চাদের আলো সূর্যকে পুরোপুরি গ্রাস করে নেয়। আর কেন্দ্রের বাইরে দেখা যায় আংশিক সূর্যগ্রহণ।

আরও পড়ুন

Tuesday, May 30, 2023

সর্বশেষ