আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে-সমান-এ প্রতিপাদ্যকে নিয়ে রোববার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন লিকা, জেলা তথ্য অফিসার আবদুল্লা আল মামুন, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি শাহাজাহান কামাল, নারী নেত্রী মমতাজ বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা কাজ বেশি করলেও তারা মজুরি পায় কম। এ সময় পুরুষের পাশাপাশি নারীদের সম-অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

আরও পড়ুন

Monday, May 29, 2023

সর্বশেষ