কমলনগরে উদ্বোধন হলো মাস ব্যাপী স্বাধীনতা মেলা ।

জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর): বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় 5 নং  চরফলকন ইউনিয়ন পরিষদের মাঠে মাসব্যাপী স্বাধীনতা  মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল  4 টায়  মেলার উদ্বোধন করেন কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুবুল আলম মজুমদার । উদ্বোধন শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় কমলনগরের বিভিন্ন দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে  উপজেলা যুবলীগ যুগ্ন আহব্বায়ক  আবুল বাছেদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের চার আসনের এমপি আবদুল্লাহ আল মামুন সাহেবের প্রতিনিধি আনোয়ারুল হক.উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান (মেম্বার) ইউনিয়ন আ.মীগের সভাপতি হাসিম পলোয়ান,সহ নবনির্বাচিত মেম্বারগন   ।

সভায় বক্তারা বলেন,মেলার মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম স্বাধীনতা সম্পর্কে জ্ঞান লাভ করবে ও মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করতে আগ্রহী হবে। এ মেলা আগামী ২৬ এপ্রিল  পর্যন্ত চলবে বলে জানিয়েছন আয়োজকরা ।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ