দেড় বছরের শিশুকে জবাই, মা গ্রেফতার

কিশোরগঞ্জে এক মা তার দেড় বছরের শিশুকে জবাই করে হত্যা করেছেন। শিশুর নাম মাহাথির মোহাম্মদ। হত্যার অভিযোগে মা সালমা আক্তারকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার প্যারাভাঙা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি আকন্দপাড়া গ্রামের কৃষক আবুল কালামের ছেলে মাহাতির মোহাম্মদ। কয়েকদিন আগে মা সালমা শিশুটিকে নিয়ে প্যারাভাঙা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহূত দা জব্দ করে। এ সময় পরিবারের লোকজন পুলিশকে জানায়, মা সালমা শিশুটিকে দা দিয়ে জবাই করে হত্যা করেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। এর আগেও তিনি শিশুটিকে পানিতে ফেলে দিয়েছিলেন। কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মুর্শেদ জামান জানান, অভিযুক্ত মা সালমাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

Monday, May 29, 2023

সর্বশেষ