ব্যাংক-বীমা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের উদ্যোগে নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০১৬ এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এ উপলক্ষে আজ বুধবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, ঢাকাস্থ এ.কে. এন আহমেদ অডিটরিয়ামে ‘নারী দিবস ভাবনায় নারী উদ্যোক্তা উন্নয়ন : এক্ষেত্রে এসএমই ঋণের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, বিআইবিএম এর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী (বিবিটিএ) ও প্রিন্সিপাল জনাবকে. এম. জামশেদুজ্জামান।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীবৃন্দ, এসএমই প্রধান, নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট এর কর্মকর্তাবৃন্দ, এসএমই নারী উদ্যোক্তা, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপকগণ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা উদ্বোধন
Tuesday, May 30, 2023