পিরোজপুরে অন্তর জ্বালা ছবির শুটিং

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে গত ১ সপ্তাহ ধরে চলছে চলচিত্র নির্মানের কাজ। জেকে মুভিজ প্রযোজিত এবং মালেক আফসারী পরিচালিত ছবি “অন্তর জ্বালা” এর শুটিং চলছে। ইতিমধ্যেই পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে ছবিটির বেশ কয়েকটি দৃশ্যের শুটিং শেষ হয়েছে। এ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করছেন পিরোজপুরের কৃতি সন্তান জায়েদ খান ও নায়িকার ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন জয়, জাকিয়া, প্রমূখ। ছবিটির সংগীত পরিচালক আলী আকরাম শুভ। এছাড়াও ছবিটিতে বিভিন্ন গানের কন্ঠ দিবেন এস আই টুটুল, ন্যান্সি, জেমস, কনক চাঁপা। আশা করা যাচ্ছে ছবিটি এ যুগের দর্শকদের আশানুরুপ হবে। ছবির নায়ক এবং পরিচালক জানান যে, ছবিটি সর্বোচ্চ মনোযোগ দিয়ে ভাল করার চেষ্টা করা হচ্ছে যাতে করে দর্শকরা ছবিটি দেখে আনন্দ পান। এক মাস ব্যাপী পিরোজপুরে এ ছবির শুটিং চলবে।

আরও পড়ুন

Tuesday, May 30, 2023

সর্বশেষ