রাজধানীতে ৭৯ হাজার ইয়াবা উদ্ধার

 প্রতিবেদক,প্রয়াস নিউজ ডেস্ক : রাজধানীর ডেমরা থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ তানভীর হোসেন নামের এক যুবককে গ্রেফতার এবং মাতুয়াইল ও কাকরাইল থেকে আরও ৯ হাজার ইয়াবা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৮ মার্চ) রাতে আলাদা অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসব অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে অভিযান চালিয়ে তানভীর হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছে পাওয়া যায় ৭০ হাজার পিস ইয়াবা। ইয়াবাসহ গ্রেফতার হওয়া তানভীর নিজেকে কলেজছাত্র বলে পরিচয় দেয়। তার দাবি, ঢাকায় এক ব্যক্তির কাছে ইয়াবা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তার। এজন্য তাকে ১০ হাজার টাকা দেওয়া হয়। ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করেছে ডিবি। এটির মালিককে খোঁজা হচ্ছে।এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে পল্টন থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলো-বাবুল মিয়া ও প্রিয়তোষ মজুমদার। প্রায় একই সময়ে যাত্রাবাড়ীর মাতুয়াইলে আরেক অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ আব্দুল মালেক নামের একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসে এই ব্যবসায়ীরা। তারা ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রেনে নানা কৌশলে এসব চালান আনে। ঢাকায় পাইকারি বিক্রেতারা ইয়াবা মজুত করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে।

আরও পড়ুন

Monday, May 29, 2023

সর্বশেষ