সিরিয়াতে অপুষ্টি-অনাহারে দিন কাটাচ্ছে ৪ লাখ মানুষ

প্রয়াস নিউজ ডেস্ক: সিরিয়ার অবরুদ্ধ এলাকায় অপুষ্টি আর অনাহারে দিন কাটাচ্ছে কমপক্ষে ৪ লাখ মানুষ। ত্রাণ সংস্থাগুলো এরই মধ্যে অবরুদ্ধ মাদায়া শহর ছেড়ে যেতে শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি।

জাতিসংঘ জানিয়েছে, অনাহারে থাকা লাখো মানুষ মাদায়া, ইদলিবসহ ১৫টি শহরে অবরুদ্ধ হয়ে আছে। শনিবার এক চুক্তির মধ্য দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সেনাবাহিনী মাত্র ১০ শতাংশ খাদ্য, ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার অনুমতি পায়।

দামেস্ক থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং লেবানন সীমান্তের মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত মাদায়া শহরটি প্রায় ২শ দিন ধরেই সরকারি বাহিনী এবং হিজবুল্লাহ’র নিয়ন্ত্রণে রয়েছে।

প্রায় ৪০ হাজার নাগরিক অধ্যুষিত দুর্যোগপূর্ণ মাদায়া শহরে প্রয়োজনের তুলনায় খুব অল্পসংখ্যক খাদ্য এবং ওষুধ মুজত রয়েছে। যে কারণে খুবই মানবেতর জীবন যাপন করছে সেখানকার বাসিন্দারা।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ