সোনাইমুড়ীতে বাস চাপায় সরকারি কর্মকর্তা নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় আবুল কালাম (৫৩) নামের এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী উপজেলা গেইটে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম জেলার সেনবাগ উপজেলার শিলাদি এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে। তিনি সোনাইমুড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলী অধিদপ্তরের মেক্যানিক ছিলেন।
স্থানীয়রা জানায়, দুপুরে আবুল কালাম উপজেলা পরিষদের সামনের সড়কে দাড়িয়ে ছিলেন।এসময় কুমিল্লা থেকে একটি দ্রুতগতির উপকূল এক্সপ্রেসের যাত্রীবাহী বাস আবুল কালামকে চাপা দিলে তিনি গুরুত্বর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বজরা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় উপকূল এক্সপ্রেসের বাসটি আটক করা হয়েছে।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ