হরতালে নাশকাতা ঠেকাতে নগরীতে বিজিবি মোতায়েন

প্রয়াস নিউজ,জাতীয় ডেস্ক : জামায়াতে ইসলামির ডাকা হরতালে যে কোন ধরনের নাশকতা ঠেতাতে রাজধানী ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি মোতায়েন করা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জাড়িত থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় ফাঁসির আদেশ দেয়া আদেশের আপিলের রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদ- বহাল থাকার পর দলটি এ হরতালের ডাক দেয়। আর এ হরতালে সহিংসতা এড়াতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে মহানগরী জুড়ে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা। তিনি জানান, বুধবার জামায়াতের হরতালে নাশকতা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত রাজধানীতে বিজিবি সদস্যরা মোতায়েন থাকবেন বলেও জানান তিনি।
এর আগে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ হরতালের ডাক দেন। দলের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশতি হয়েছে। এতে বলা হয়েছে, সরকার মীর কাসেম আলীকে হত্যার ষড়যন্ত্র করছে এমন অভিযোগে এনে এর প্রতিবাদে ও কাসেম আলীসহ আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি। তবে এম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে বলা হয়।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ