নুসরাত ফারিয়ার স্বপ্ন

 বিনোদন : অভিনেত্রী নুসরাত ফারিয়ার ছোট ছোট স্বপ্ন। নিজেকে এখনই শীর্ষ আসনে দেখার কোনো ইচ্ছা নেই। এমনকি বড় নায়িকা হওয়ার স্বপ্নও তিনি দেখেন না। ২২ এপ্রিল ‘বাদশা’ ছবির কাজে আবারও কলকাতা গেছেন তিনি। এ ছবির কাজ অনেকদিন ধরেই চলছে। আর এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক জিৎ। ফারিয়া বলেন, তিনটি ছবিতে অভিনয় করেই বড় নায়িকা হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয় না। আর আমার বড় নায়িকা হওয়ার ইচ্ছাও নেই। ফারিয়া জানান, ‘বাদশা’ ছবির গানের দৃশ্যের কাজে কলকাতা থেকে এসে লন্ডনে যেতে হবে। তিনি বলেন, এর মধ্যে বাকি কাজ শেষ করছি আমরা। জিৎ এর সঙ্গে এখনও অভিনয় করলেও নাচের দৃশ্যে কাজ করা হয়নি। এজন্য অবশ্য আমাদের রিহার্সেলও করতে হবে। এদিকে একটা সংবাদ বেরিয়েছে, জিৎ এর সঙ্গে এ ছবিতে কাজ করতে গিয়ে কিছু ঝামেলাও হয়েছে ফারিয়ার। সত্যি কি এটা? ফারিয়ার ভাষ্য, না। জিৎ অনেক সহযোগিতা করেছেন আমাকে এ ছবিতে। প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রতিটি দৃশ্য করার আগে একাধিকবার আমাকে রিহার্সেল করতে হয়েছে। আর এ ব্যাপারে তার মধ্যে কোনো বিরক্তিভাব দেখিনি। ঝামেলা নিয়ে যারা কথা বলেছেন তারা একদমই ঠিক বলেননি। এ ছবির পর জুনে শুরু হচ্ছে নুসরাত ফারিয়া ও আরিফিন শুভ অভিনীত নতুন ছবি ‘প্রেমী ও প্রেমী’। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। নতুন ছবির কাজের বিষয়ে ফারিয়া বলেন, এখানে আমার চরিত্রের নাম আনিতা। প্রতিটি ছবিতে আমার ভিন্ন ভিন্ন সাজগোজ থাকছে। এ ছবিতেও আমাকে একজন কর্পোরেট লুকের মেয়ের চরিত্রে দর্শক দেখতে পাবেন।

আরও পড়ুন

Sunday, May 28, 2023

সর্বশেষ